মোঃ আতিক উল্লাহ চৌধুরী , চট্টগ্রাম:
মুসলিম উম্মাহকে জান্নাতের পথে পরিচালিত করতে এবং সীরাতে মুস্তাকীমের দিশা দিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তায়ালা প্রেরণ করেছেন। তিনি সাহাবায়ে কেরামদের ইসলামের যাবতীয় শিক্ষা দিয়ে গেছেন। তাই সঠিক পথ পেতে হলে রাসূলুল্লাহ ﷺ এর আদর্শ অনুযায়ী জীবন গঠন করা ছাড়া বিকল্প নেই।
বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন আল-আমিন সংস্থা আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভী।
মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় মাহফিলের অধিবেশনভিত্তিক সভাপতিত্ব করেন আল্লামা মুফতী জসীমুদ্দীন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ওসমান সাঈদী, মাওলানা সোলাইমান ও হাবিবুল হক বিন খালেদ।
বক্তারা আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য শুধু সেবামূলক কাজ বা ক্যাম্পেইন নয়, বরং তরুণ-তরুণীদের চারিত্রিক ও মানসিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অশ্লীলতা ও প্রযুক্তির অপব্যবহার থেকে যুবসমাজকে রক্ষা করতে কুরআন-হাদীসের মাজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাফসীর মাহফিলে আরও বক্তব্য রাখেন,মুফতি রশিদুর রহমান ফারুক, মুফতি মাহমুদ হাসান বাবুনগরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মুফতি হারুন ইজহার, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা আনিসুর রহমান আশরাফী, মাওলানা মাহমুদুল হোসাইন, মুফতি আব্দুল আজিজ, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা আহমদুল হক উবায়দী প্রমুখ।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply