চট্টগ্রাম প্রতিনিধি মোঃ আতিক উল্লাহ চৌধুরী:
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, রাসূল (সা.)-এর সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ ও মুক্তির পথের দিশারি। তাদের প্রতি অবজ্ঞা বা সমালোচনা কখনোই খাঁটি মুসলমান হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) হাটহাজারীতে আল-আমিন সংস্থা আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আল্লামা বাবুনগরী বলেন, “আলেম সমাজের উচিত সাহাবিদের বিরুদ্ধে সমালোচনাকারীদের বিরুদ্ধে সচেতন আলোচনা করা, না হলে ইলম গোপনের অপরাধে কেয়ামতের দিনে অভিযুক্ত হতে হবে।”
মাহফিলে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তাফসির ও জীবনমুখী আলোচনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শোয়াইব জমীরী, মুফতী হাবিবুর রহমান কাসেমীসহ আরও অনেকে।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা কুতুবউদ্দীন নানুপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা শোয়াইব আলমপুরী প্রমুখ।
শেষে অংশগ্রহণকারীরা কোরআন, রাসূল (সা.) ও সাহাবিদের জীবনাচরণ অনুসরণের মাধ্যমে সঠিক পথে চলার জন্য দোয়া করেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply