মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহি মিরকাদিম বাজার ত্রিমুখী চৌরাস্তা বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশের পর অবশেষে রাস্তার উন্নয়নের আব্দুল্লাহপুর ও হাতিমারা ও রিকাবী বাজার সংযোগ সড়কে দীর্ঘ ২০ বছর পর চলছে নতুন নির্মাণের সংস্কার এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস এলজিইডি নির্বাহী প্রকৌশলী উপজেলা প্রশাসন ও ইউএনও স্যারকে ধন্যবাদ জানান।
বুধবার ২৯শে অক্টোবর আজ বেলা দুপুরে সরজমিনে দেখা যায়, স্থানীয়বাসীন্দা মোহাম্মদ গোলাম মোস্তফা ও ইকবাল ভূইয়া জানান, ১৯৮৮ সাল থেকে দীর্ঘদিন ধরে এ সড়কে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বৃষ্টির ফোঁটা পড়ার পরেই কাদা পানিতে একাকার হয়ে যায়। এরাস্তাটি দীর্ঘদিন জনভোগান্তির সৃষ্টি হতো বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় গাড়ি চলাচলের বেহাল দশার জনদুর্ভোগে পড়তেন শত শত সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।
স্থানীয়রা আরও জানান, বৃষ্টির ফোঁটা পড়ার পরেই কাদা পানিতে একাকার হয়ে যায়। কাদায় চলতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে গিয়ে গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। শিক্ষার্থীরা সময়মতো স্কুলে যেতে পারে না। মেরামতের অভাবে এখন চলাচলের অযোগ্য রাস্তা নতুন সংস্কারের ব্যাপারে এলাকাবাসীর উচ্ছ্বাস কর্তৃপক্ষদের অভিনন্দন।
এবিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: রবিউল ইসলাম বলেন, আমার জানা নেই যেহেতু উন্নয়নের কাজ উপজেলা পৌরসভা স্থানীয় সরকার অধ্যায়নে রাস্তা নির্মাণ বা মেরামতের সংস্কার রয়েছে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply