মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে এক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক সহকারী শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।এঘটনাটি ঘটেছে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের কাঞ্চন বালিকা উচ্চ বিদ্যালয়ে।স্থানীয়রা জানায়,সম্প্রতি ওই বিদ্যালয়ের নবম শ্রেণির সনাতন ধর্মাবলম্বী এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর প্রলোভনে অংকের সহকারী শিক্ষক গোলাম সারোয়ার হোসেন তার বাড়িতে নিয়ে যায়।প্রাইভেট পড়ানোর এক পর্যায়ে শিক্ষক গোলাম সারোয়ার হোসেন ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায় এবং তাকে কু-প্রস্তাব দেয়।এঘটনাটি ওই শিক্ষার্থী তার বাবা-মা এবং বিদ্যালয়ের সহপাঠীদের জানায়। এঘটনায় ক্ষুদ্ধ হয়ে গত ২৮ অক্টোবর বিদ্যালেয় প্রাঙ্গনে তার সহপাঠীরা ওই শিক্ষকের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩০ অক্টোবর বিদ্যালয় ম্যানেজিং কমিটির মিটিং ডাকা হয়।এ মিটিংয়ে সহকারী শিক্ষক গোলাম সারোয়ার হোসেনকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।এছাড়াও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলামের বিরুদ্ধেও নারীকেলেংকারী অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক এবং স্থানীয়রা জানান,কয়েক বছর আগে এ বিদ্যালয়ের এক নারী কর্মচারীকে শ্লীলতাহানির চেষ্টা এবং মোবাইল ফোনে কুপ্রস্তাব দিয়েছিল প্রধান শিক্ষক ময়নুল ইসলাম।শিক্ষার্থীর শ্লীলতাহানি ঘটায় অভিযুক্ত সহকারী শিক্ষক গোলাম সারোয়ার হোসেনকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক ময়নুল ইসলাম বলেন, ২০১৩ সালে তার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলকভাবে ওই নারী কেলেংকারীর অভিযোগ করা হয়েছিল।তার এবিষয়টি ওই সময় উপজেলা নির্বাহী অফিসারে মধ্যস্থতায় আপোষ মিমাংসা করা হয়েছে বলে প্রধান শিক্ষক ময়নুল ইসলাম জানান।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply