মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ঐতিহ্যবাহী তামাই বহুমুখী হাইস্কুল মাঠে তামাই ক্রীড়া এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুটসাল চ্যাম্পিয়ানলীগ নাইট ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন উক্ত খেলার প্রধান অতিথি সিরাজগঞ্জ ৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।
উদ্বোধন শেষে তামাই কুঠিপাড়া গ্রামের কৃতি সন্তান ঢাকা সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল পদে নিযুক্ত হওয়ায় তামাই গ্রামের পক্ষথেকে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম।
১৪ই নভেম্বর শুক্রবার সন্ধায় উক্ত উদ্বোধনী খেলায় তামাই কিংস বনাম আগুরিয়া যমুনা এফসি দল অংশগ্রহন করে।
আতসবাজি ফাটিয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশে সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে খেলাটি পরিচালিত হয়, রাতের আধারে মাঠের চারদিকে ছিল হাজার হাজার দর্শনার্থী,পরে খেলাটি ২-১ গোলে সমাপ্তি হয়।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নান্নু আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ হাফিজ শেখ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মজিদ বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ এবাদুর রহমান রাজা, বেলকুচি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, আন্তর্জাতিক ক্রীড়াবিদ মোঃ মফিজুল ইসলাম, তামাই অগ্রণী সংসদ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ ইউসুফ আলী, সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটর, বেলকুচি উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর আহবায়ক মোঃ রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জাকারিয়া শেখ সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply