টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। একই সঙ্গে সাগরপথে পাচারের জন্য প্রস্তুত রাখা বেশ কয়েকজন ভুক্তভোগীকে জীবিত উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে হোয়াইক্যং ও সাবরাং উপকূলবর্তী এলাকায় মানব পাচারবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এসময় সাগর পথে বিদেশে পাচারের উদ্দেশ্যে একদল লোককে জড়ো করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে একজন পাচারকারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং অবৈধভাবে নৌপথে নেওয়ার অপেক্ষায় থাকা কয়েকজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানব পাচারের অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অপরদিকে আটক মানব পাচারকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাগরপথে মানব পাচার রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply