
মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি, নওগাঁ
নওগাঁ জেলার পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে কালিনগর স্কুল মাঠে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে তিন ঘণ্টাব্যাপী এ সম্মেলনে ধর্মীয় আলোচনার মাধ্যমে জীবনকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পরিচালনার আহ্বান জানানো হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ হাফেজ মাওলানা মো. আব্দুল হক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুয়াকাটা থেকে আগত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক। তিনি বলেন, “আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় নামাজ আদায়, রোজা রাখা, ব্যবসা-বাণিজ্য, চাকরি, যাকাত, সদকা, হজ ও জিকিরসহ প্রতিটি ইবাদতই আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ।”
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ মো. মনসুর আলী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মাওলানা মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা মুফতি ইমরান হোসাইন মোজাহেদী এবং চাঁদপুর থেকে আগত মুফতি ওমর ফারুক ইব্রাহিমি কাসেমী।
বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা মনোযোগ দিয়ে দ্বীনি বক্তব্য শোনেন। আয়োজক কমিটি জানায়, ইসলামী আদর্শ ও হুকুম অনুযায়ী জীবন গঠনে উৎসাহ দিতেই এই সম্মেলনের আয়োজন করা হয়।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply