মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে নেতাকর্মী ও সমর্থকেরা শোডাউন ও লিফলেট বিতরণ করেছেন। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের জন্য নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি নওগাঁ শহরের ব্রিজের মোড়, বাটার মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, মুক্তির মোড়, কেডির মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারিপট্রি গিয়ে শেষ হয়। নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাহিদুল ইসলাম ধলুর অনুসারী প্রায় ২/৩ হাজার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুব দলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, কামরুজ্জামান কামাল, শামীম নুর আলম শিপলু, নওগাঁ ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, টিপু সুলতান, নওগাঁ সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ জহুরুল ইসলাম শ্যামল, নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদোয়ানুর রহমান প্রমুখ।
শনিবার সকাল সাড়ে ১১টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে তাজের মোড়ে জড়ো হতে থাকেন জাহিদুল ইসলাম ধলুর অনুসারী নেতাকর্মীরা। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তৃণমূলের নেতাকর্মীরা জাহিদুল ইসলাম ধলুকে মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদের প্রতি অনুরোধ জানান।
নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুন নবী সাজা বলেন, জাহিদুল ইসলাম ধলু ভাই হলেন জনগণের নেতা। তিনি বিগত সময়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। মামলা-হামলা ও জুলুম-নির্যাতনের সময় আমাদের আগলে রেখেছেন। নওগাঁ-৫ আসনে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আমাদের দাবি, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে জাহিদুল ইসলাম ধলুর নাম ঘোষণা করা হোক। এই আসনে তাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।
নওগাঁ জেলা যুবদলের সাবেক সহসভাপতি দেওয়ান ফারুক বলেন জাহিদুল ইসলাম ধলু ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। কিন্তু সে সময় ষড়যন্ত্র করে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়। এবার জনগণের দাবি ও সমর্থনের কারণে তিনি আবারও মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে আন্দোলন-সংগ্রামে সর্বদা মাঠে ছিলেন জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার বলেন, জাহিদুলের পক্ষে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখানে ধানের শীষের পক্ষে জনমত দিন দিন আরও দৃঢ় হচ্ছে।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম টুটুল বলেন, ২০১৮ সালেও জাহিদুলকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তাকে এবার মনোনয়ন দিলে এখানে ধানের শীষের বিজয় নিশ্চিত।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply