মেহেদী হাসান অন্তর, নওগাঁঃ
দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ধর্ম-বর্ণ নির্বিশেষে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি ছড়িয়ে দিতে নওগাঁয় চলছে গণজাগরণ।
নওগাঁ সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদ হাসান তুহিনের পক্ষে স্বেচ্ছাসেবীরা পৌরসভার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে তুলে দিচ্ছেন ৩১ দফার লিফলেট।
তারা জানাচ্ছেন নতুন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের বার্তা।
এই প্রচারণায় নারী-পুরুষ নির্বিশেষে, তরুণ থেকে প্রবীণ—সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন উৎসাহের সঙ্গে।
মানুষের মধ্যে জেগে উঠেছে নতুন আশা—দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসছেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply