আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি
গহিরা মাইজপাড়া রাহাত আলী–আমজাদ আলী জামে মসজিদে আজ শুক্রবার সকালে ইমাম বুখারী (রহ.) জামে মসজিদ নির্মাণের অগ্রগতি, উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা করেন মসজিদ নির্মাণ কার্যক্রমের দায়িত্বশীল সদস্য জনাব মঈনুল ইসলাম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
সভায় বক্তারা বলেন, মসজিদ নির্মাণ একটি মহান সওয়াবের কাজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেছেন— “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন।বক্তারা আরও বলেন, মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এটি সমাজের নৈতিক, আধ্যাত্মিক ও মানবিক উন্নতির কেন্দ্রবিন্দু। সমাজ গঠনের প্রতিটি স্তরে মসজিদের ভূমিকা অপরিসীম। লক্ষ্য ও উদ্দেশ্য ইমাম বুখারী (রহ.) জামে মসজিদ প্রতিষ্ঠার পেছনে রয়েছে একটি সুদূরপ্রসারী ও কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি। এ মসজিদকে সমাজের বহুমুখী সেবার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।মসজিদে অনুষ্ঠিত হবেনিয়মিত ইসলামী আলোচনা ও ইসলাহী মজলিশ, যুব ও তরুণদের চরিত্র গঠনের প্রশিক্ষণ এবং দাওয়াতি কর্মশালা।এছাড়াও যুগের চাহিদা অনুযায়ী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ইসলামিক শিক্ষা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে নতুন প্রজন্ম ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।সহযোগিতার আহ্বান সভায় আয়োজক ও বক্তারা সকল দ্বীনি ভাই-বোনদের উদ্দেশ্যে বলেন—ইমাম বুখারী (রহ.) জামে মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্ঠায় আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করুন। এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ দুনিয়া ও আখিরাতে অফুরন্ত সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ।সভা শেষে মসজিদ নির্মাণের সফলতা, এলাকাবাসীর ঐক্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের অবস্থান: গহিরা তকিরহাট রোড, কালাচাঁদ চৌধুরী ব্রিজের পূর্বে, গহিরা, রাউজান,চট্টগ্রাম।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply