মো: রবিউল ইসলাম
বিশেষ প্রতিনিধি বগুড়া
১৪ নভেম্বর (শুক্রবার বিকাল)
বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মুহিত তালুকদারকে সমর্থন জানিয়ে আনন্দ মিছিল করেছে থানা ও পৌর ছাত্রদল। শুক্রবার বিকালে দুপচাঁচিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন এবং ধাপে ধাপে নির্বাচনী পরিবেশে দলীয় প্রার্থী আব্দুল মুহিত তালুকদারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল সর্বদা গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও সংগঠন ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে সক্রিয় থাকবে।
এতে ছাত্রদলের নেতারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রযুক্তি সহায়তায়: VantageSoftGlobal
Leave a Reply